বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ও দক্ষিণ কোরিয়া ইউনিটের নেতৃবৃন্দের সাথে কর্মপরিকল্পনা সভা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ও দক্ষিণ কোরিয়া ইউনিটের নেতৃবৃন্দের সাথে কর্মপরিকল্পনা সভা

বিশ্বের বৃহত্তম ও একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকা সিটি ইউনিট ও দক্ষিণ কোরিয়া ইউনিটের সভাপতিদের সাথে স্ব স্ব ক্লাব কর্ম এলাকায় বেতার প্রচারণা, শ্রোতা বৃদ্ধি ও ক্লাব সদস্য বৃদ্ধিকরণ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর সুবিধ বাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু) এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- দক্ষিণ কোরিয়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরী কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী ও যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, সাতক্ষীরার শামিম বিল্লাহ, তাওসিফ মাসরুর চৌধুরী প্রমুখ।

কর্মপরিকল্পনা সভায় ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল ও প্রধান উপদেষ্টা মির শাহ আলম দেশে ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ বেতার, দক্ষিণ কোরিয়ান সম্প্রচার ব্যবস্থা (কেবিএস), রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও জাপান, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও বুলগেরিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও নেপাল, রেডিও পাকিস্তান, রেডিও চেক রিপাবলিক, রেডিও স্লোভাকিয়া, রেডিও সুইডেন, রেডিও তেহরান, ভয়েস অব মঙ্গোলিয়া, ভয়েস অব তুর্কি ইত্যাদি বেতারের মোবাইল অ্যাপস, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স, ইনস্ট্রাগ্রাম ইত্যাদি মাধ্যমে বেতার অনুষ্ঠান শোনা, মতামত দেওয়া, ফোন-ইন অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে ক্লাব সদস্য ও সাধারণ মানুষকে বেতার শোনার প্রতি আগ্রহী করে তুলতে স্ব স্ব ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি পালন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করতে পরামর্শ দেন। যাতে বেতারের শ্রোতাবৃদ্ধির পাশাপাশি ক্লাবের নতুন সদস্যও বৃদ্ধি পায়। সভা শেষে ক্লাবের ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু) এবং দক্ষিণ কোরিয়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল ও প্রধান উপদেষ্টা মির শাহ আলম।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কাজী আখতার উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম (মেরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com