অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
ইউনিসেফ এর সহযোগিতায় “শ্রোতাক্লাবের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার, সিলেট।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট মীরের ময়দানে অবস্থিত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বেতারের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের কনসালটেন্ট (এসবিসি) শেখ আলী হায়দার আজম। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. গৌরী রানী দাস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস। প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বেতার অঞ্চলের নিবন্ধিত শ্রোতাক্লাব প্রতিনিধিদের মধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক মো. জালালউদ্দীন এবং সদস্য অষ্টমী লোহার, সুনামগঞ্জ সদরের সন্ধ্যামালতী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শাহিদুর রহমান, সহ-সভাপতি শিউলী এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম বাবলা সহ মোট ১০টি শ্রোতাক্লাবের ৩০ জন শ্রোতা।
অনুষ্ঠানে ইউনিসেফ এর সহযোগিতায় পরিচালিত এবং বাংলাদেশ বেতার, সিলেট থেকে প্রচারিত “মা ও শিশু” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন-ইন অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে বিশেষ করে মানুষের মৌলিক অধিকার, মাতৃত্বকালীন স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, সবুজ শাক-সবজি গ্রহণ, কৃষি, শিশুর প্রতি পিতা-মাতার যত্ন ও দায়িত্ব, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও চিকিৎসা, হেপাটাইটিস বি ভাইরাস কীভাবে ছড়ায় এবং এর চিকিৎসা, থ্যালাসেমিয়া কি? এর উপসর্গ ও চিকিৎসা, কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা, সমাজে শ্রোতাক্লাবের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শ্রোতাক্লাব প্রতিনিধিদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার হিসেবে লাইফলাইন এনার্জির তৈরী একটি উন্নমানের মাল্টি ব্যান্ড “প্রাইম সোলার রেডিও সেট” প্রদান করা হয়। সেমিনারে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট নেতৃবৃন্দের সফল অংশগ্রহণ করায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য লাবীব ইকবাল প্রমুখ।
Posted ১০:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed