অনলাইন ডেস্ক | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের আদালতে দায়ের করা দুটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজের পর আনন্দ মিছিল করেছে জেলা-মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
রবিরার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কোর্ট পয়েন্ট এলাকায় এ আনন্দ মিছিল হয়। মিছিলে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ২০১৪ সালে দায়ের করা রাষ্ট্রদ্রোহের দুটি মামলা খারিজ করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ আদালতের বিচারক ছগির আহমদ।
২০১৪ সালের ২২ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা বাদী হয়ে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পৃথক দুই মামলা করেন।
মামলা দুটিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
সে সময় আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরান থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদী পক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।
Posted ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed