বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমর আলীর খুনীদের গ্রেফতারের দাবীতে মোগলগাঁও ইউনিয়নের দশগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

সমর আলীর খুনীদের গ্রেফতারের দাবীতে মোগলগাঁও ইউনিয়নের দশগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ০১নং ওয়ার্ডের লালখাঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী সমর আলীকে পৈশাচিক কায়দায় খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ) স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রামের শতশত মানুষ।

বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার মুক্তার আলীর সভাপতিত্বে ও দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, দশগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার বশির উদ্দিন, সদর উপজেলার বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, সিলেট জেলা যুবদলের সদস্য জইন উদ্দিন, যুবনেতা আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, জয়নাল হোসেন, নুরুল আমিন, সুমন আহমেদ, মাওলানা আরশ আলী, জুবায়ের আহমদ, রুহুল আমিন, রিপন আহমেদ, কাওছার আহমদ, আব্দুল জলিল, শামিম আহমেদ, আতিক আহমেদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু নরপিশাচ পৈশাচিক কায়দায় ব্যবসায়ী সমর আলীকে গত ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পীরেরগাঁও গ্রামে খুন করে। এরকম গর্হিত অপরাধ করে যদি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে আইনের ওপর মানুষের আস্থা সংকটে পরবে। তাই অবিলম্বে সমর আলীর খুনের সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এলাকাবাসী।

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com