
অনলাইন ডেস্ক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ২৮নং ওয়ার্ডের হাজরাই, খাদিম, শাহপরান (রহ.) ও নগরীর দরগা গেইট এলাকায় ২ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।
এসময় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই, রমজানের প্রথম দিন থেকেই এসব মানুষ যেন স্বস্তিতে সেহরি ও ইফতার করতে পারে। তাই তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি। নিজেদের উপার্জনের একটি বড় অংশ মানবতার কল্যাণে ব্যয় করছেন, যা সত্যিই প্রশংসনীয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রমিজ উদ্দিন, মুহাম্মদ মুশাহিদ আলী সাংবাদিক এনামুর রহমান, পাঞ্জাখানা জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, মোতাহের হোসেন, কাউসার আহমদ, মোহাম্মদ রজব আলী, আশিক মিয়া। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, সুশীল সমাজের গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed