
অনলাইন ডেস্ক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি এডভোকেট মোজাক্কির হোসেন কামালী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ দিদার চৌধুরী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তািফজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সৈয়দ খুররম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সভাপতি, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নাদিরা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক, মহিলা সম্পাদিক লিপি বেগম, সহকারী অধ্যাপক মোঃ মাসুক আহমদ, সজল চন্দ্র আচায্য, দবিরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, আবুল কালাম, খালেদ মিয়া, অকিল উদ্দিন আহমদ, সফিক মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বরাবের লামাকাজি (এম.এ খান) সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা লামাকাজি (এম.এ খান) সেতু থেকে স্থায়ী ভাবে টোল আদায় বন্ধের দাবী জানিয়ে বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকেরও বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর ধরে টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনী।
অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করার জোর দাবী জানান বক্তারা। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Posted ১১:৪২ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed