বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোটারি ডি ৬৪-৬৫ বার্ষিক সম্মেলন ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   50 বার পঠিত

রোটারি ডি ৬৪-৬৫ বার্ষিক সম্মেলন ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

“রোটারির জাদু” রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৪ ও ৬৫ এর বার্ষিক সম্মেলন ২০২৫ আয়োজন উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সিলেট নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০১৯-২০ রোটাবর্ষের গভর্নর ও মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল রোটারিয়ান লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।

আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সিলেট নগরীর আরামবাগ পয়েন্ট, এম সি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৪ ও ৬৫ এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি সারা দেশের রোটারিয়ানদের একত্রিত করে উদযাপন, সহযোগিতা এবং ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করে। এছাড়াও এই সম্মেলনে অর্ধবার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

এবারের সম্মেলন আয়োজক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন সিলেট নিউ সিটির পিপি রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, নিবন্ধন কমিটির সভাপতির দায়িত্বে আছেন, পিপি রোটারিয়ান মুহাম্মদ রেহান উদ্দিন ও সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত মসুদ মান্নান। এছাড়া দেশে ও বিদেশে সম্মেলনের গুরুত্ব ও প্রচারণা তুলে ধরতে মিডিয়া সংযোগ সভাপতির দায়িত্ব পেয়েছেন সিলেট নিউ সিটির সাবেক সভাপতি, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোটারিয়ান ড. মির শাহ আলম। আয়োজক কমিটির আরো দায়িত্বে রয়েছেন অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য জনপ্রতি নিবন্ধন ফি ধরা হয়েছে এক হাজার (১০০০/-) টাকা। অনলাইনে গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, লিংক: https://- forms.gle/ipitDGNMobEj6VvU7। “বার্ষিক সম্মেলন ডি-৬৪ এবং ৬৫, একাউন্ট নং- ৫৩৪১১০১০০৬৫৬৭, পূবালী ব্যাংক লিমিটেড, মহিলা কলেজ ইসলামিক শাখা, সিলেট” এই ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

অনুষ্ঠানটি সফল করতে প্রস্তুতি সভায় সকলে নিজস্ব মতামত তুলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান মো. আব্দুল মুকিত, আকতার আহমেদ, সৈয়দ ফরনুদুর রব, আব্দুর রলমান, কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সিহাবুল হক, ড. আব্দুল মুঈদ, তারেক আহমেদ, মাসুমা চৌধুরী, তানিয়া আহমেদ, মো. নুরুল ইসলাম রূপন, আজাদ উদ্দিন, জে এস আজাদ শিপন, এ.কে.এম. কামরুজ্জামান মাসুম, ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম চৌধুরী, বিকাশ কান্তি দাস, অ্যাড. মো. সোহেল মিয়া, মো. মিজানুর রহমান, মো. ইউনুস আলী, দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ কুমার দাস, কামরুজ্জামান চৌধুরী রুম্মান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com