বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট বেতারে শিশু কিশোরদের “কিশলয়” অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শিশু সদস্যদের অংশ্রগ্রহণ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

সিলেট বেতারে শিশু কিশোরদের “কিশলয়” অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শিশু সদস্যদের অংশ্রগ্রহণ

জাতীয় সম্প্রচার বাংলাদেশ বেতার-সিলেটের সাপ্তাহিক শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান ”কিশলয়”-এ অংশগ্রহণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শিশু সদস্য আল ইকরাম ক্বদর, রাজিয়া সুলতানা পুষ্পিতা এবং মিফতাহুল জান্নাত। বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে এটি তাদের সর্বপ্রথম অংশগ্রহণ।    

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯:১০ মিনিটে বাংলাদেশ বেতার সিলেট থেকে সরাসরি সম্প্রচারিত হয় কিশলয় অনুষ্ঠান। ৫০ মিনিটের এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন ইফতেকার আলম রাজন এবং লাইভ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন শীমূল আক্তার।

অনুষ্ঠানের শুরুতে অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে শিশুতোষ আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক তাপসী চক্রবর্তী। আলোচনা শেষে সমবেত কন্ঠে ছড়া গান, হুমায়রাতুল জান্নাত নওরিনের কবিতা আবৃত্তি এবং দ্বৈত কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করা হয়। এরপর শুরু হয় সোনামনিদের আসর। এই আসরে একে একে রাহুল পাল তন্ময় (নজরুল সঙ্গীত), রোহিত কান্তি কর (কবিতা), ঋষিতা শ্যাম (নজরুল সঙ্গীত), প্রমিতা দাশ পুনম (নজরুল সঙ্গীত), শ্রাবন্তী চক্রবর্তী বহ্নি (রবীন্দ্র সঙ্গীত), রুদি রানী শীল (কবিতা), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শিশু সদস্য রাজিয়া সুলতানা পুষ্পিতা ”লুৎফর রহমান রিটনের কবিতা- ফেব্রুয়ারির গান”, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শিশু সদস্য মিফতাহুল জান্নাত ”শামসুর রহমানের কবিতা- রৌদ্র লেখে জয়”, বর্ষা দেব (ছড়া গান), বিধিকা সিনহা (রবীন্দ্র সঙ্গীত), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শিশু সদস্য আল ইকরাম ক্বদর ”কাজী নজরুল ইসলামের কবিতা- সংকল্প” এবং রাজন্যা দত্ত রুহি ছড়া গান পরিবেশন করে।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শিশু সদস্যদের সিলেট বেতারের ”কিশলয়” অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এবং উপ-আঞ্চরিক পরিচালক মো. মোমিনুর রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম (মেরাজ), প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।

Facebook Comments Box

Posted ১১:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com