
অনলাইন ডেস্ক | রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 142 বার পঠিত
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) মহানগর শাখা কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা সংগঠনের লামাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মামুন আলী আখতার ও জেলা সভাপতি মো. আবুল কালাম।
মহানগর আহ্বায়ক মো. ফকরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মামুন আলী আখতার।
বক্তব্য রাখেন জেলা সভাপতি মো. আবুল কালাম।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাংসু ভট্টাচার্য এবং জেলা কমিটি সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভায় রোজার পরে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সভা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed