
অনলাইন ডেস্ক | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নিবন্ধিত শ্রোতাক্লাব তথ্য ভান্ডারে তথ্য হালনাগাদের আবেদন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিলেট মীরের ময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চরিক পরিচালক মো. মোমিনুর রহমানের কাছে শ্রোতাক্লাবের তথ্য হালনাগাদের আবেদনপত্র জমা দেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সভাপতি মো. ময়নুল হক। ক্লাবের পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে ২০২৪-২৫ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির তথ্য হালনাগাদ এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে নতুন পরিচয়পত্র ইস্যুর করতে এই আবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- জেলা ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI) ও কার্যনির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ (S21MEV)। শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ উপ-আঞ্চরিক পরিচালকের সাথে সিলেট বেতারের অনুষ্ঠান ও ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস আয়োজন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ১৪ ডিসেম্বর ২০২৪ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমদ, শাহরিয়া আহমদ শাহি, মো. আফতাব উজজামান, এম নাঈমুল হক চৌধুরী, আবির দে, সুইটি রানী দেব এবং ফাহাদ হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন, আব্দুস সামাদ, মো. আব্দুছ ছবুর চৌধুরী এবং মো. কবির উদ্দিন তালুকদার।
Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed