বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোটারি অ্যানুয়েল কনফারেন্স ২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

রোটারি অ্যানুয়েল কনফারেন্স ২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

আধ্যাত্মিক নগরী সিলেটে রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৬৪-৬৫ এর অ্যানুয়েল কনফারেন্স ২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর মিরবক্সটোলার একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। সিলেটের স্থানীয় ও জাতীয় সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকদের উপস্থিতিতে অ্যানুয়েল রোটারি কনফারেন্স ২০২৫ আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কনফারেন্স আয়োজক কমিটির মিডিয়া কানেকশন চেয়ারম্যান, রোটারি ক্লাব সিলেট নিউ সিটির সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, অ্যানুয়েল রোটারি কনফারেন্স ২০২৫ আয়োজক কমিটির চেয়ারম্যান ও রোটারি ক্লাব সিলেট নিউ সিটির সাবেক প্রেসিডেন্ট জাকির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, রোটারি বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ও রোটারি কনফারেন্স ২০২৫ আয়োজক কমিটির ডেপুটি কো-অর্ডিনেটর লে. কর্নেল এম. আতাউর রহমান পীর। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমন্বয়কারী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং বাংলাদেশ বেতার-সিলেটের প্রতিনিধি এম রহমান ফারুক।

মিডিয়া কানেকশন চেয়ারম্যান ড. মির শাহ আলম বলেন, রোটারি ক্লাব একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। রোটারি ক্লাব মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেটে অনুষ্ঠিত এবারের অ্যানুয়েল রোটারি কনফারেন্স ২০২৫ রোটারি ইন্টারন্যাশনালের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়। এক্ষেত্রে সিলেটের সাংবাদিক এবং সংবাদমাধ্যম ও টেলিভিশনের সহযোগিতা কামনা করছি। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সিলেট নগরীর আরামবাগ পয়েন্ট, এম সি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৪ ও ৬৫ এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com