রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কলকাতায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পশ্চিমবঙ্গ ইউনিট

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

কলকাতায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পশ্চিমবঙ্গ ইউনিট

বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়।

“থিঙ্ক পজেটিভ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শনিবার (৩০ নভেম্বর) সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা গুরুসদয় রোডস্থ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) এর হলরুমে রেডিও ডিএক্সীং বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ ইউনিট।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ ইউনিট, ভারতের সভাপতি ও হ্যাম কনভেনশনের প্রতিষ্ঠাতা মহম্মদ আরিফ (VU2HRF)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) কলকাতার সাবেক পরিচালক ও চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে জোসেফ। সেমিনারে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

এসময় উপস্থিত ছিলেন, স্বর্ণালী মন্ডল, আয়শা নুজবা, রামশা তুবা, হারিস দানিয়েল, সরফরাজ এইচ খান, কামরুল আলম, তালাত মাহমুদ, মো. শফিকুল ইসলাম, ড. জয়শ্রী মৈত্র, তানিয়া পান, গৌরব চৌধুরী, সৃষ্টি ঝুনঝুনওয়ালা, আদিবা খান, আমানুল ইসলাম প্রমুখ।

সেমিনারটি সফল করায় পশ্চিমবঙ্গ ইউনিট, ভারতের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

১৯৯৭ সালের ১ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” যা বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ নামে পরিচিত। এই ক্লাবের মাধ্যমে দেশ-বিদেশের বেতার এবং শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন তৈরী ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজের স্বীকৃতি হিসেবে ক্লাবটি বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com