বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেডিও থাইল্যান্ড এর ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাবের আলোচনা সভা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   30 বার পঠিত

রেডিও থাইল্যান্ড এর ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাবের আলোচনা সভা

থাইল্যান্ডের জাতীয় সম্প্রচার পরিষেবা ”রেডিও থাইল্যান্ড”-এর ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় সিলেট নগরীর জল্লারপাড়, পশ্চিম জিন্দাবাজার গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতার-সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক মো. মোমিনুর রহমান, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সহ-সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খাঁন।

থাইল্যান্ডের জাতীয় সম্প্রচার পরিষেবার পরিচিতি তুলে ধরে দিদারুল ইকবাল বলেন, ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের জাতীয় সম্প্রচার পরিষেবা (এনবিটি) হচ্ছে থাই সরকারের একটি বিভাগ, সরকারি জনসংযোগ বিভাগের (পিআরডি) পাবলিক সম্প্রচার শাখা। এটি রেডিও, পাবলিক টেলিভিশন নেটওয়ার্ক (স্থলজ এবং উপগ্রহ), অনলাইন পরিষেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিস্তৃত মিডিয়া পরিষেবা পরিচালনা করে। ১৯২৮ সালে ব্যাংককে পরীক্ষামূলক স্টেশন চালু করার মাধ্যমে রেডিও সম্প্রচারের সূচনা শুরু হলেও ১৯৩০ সালের ২৫ ফেব্রুয়ারি “রেডিও ব্যাংকক অফ ফায়া থাই” প্রতিষ্ঠিত হয় এবং প্রাথমিকভাবে ডাক ও টেলিগ্রাফ বিভাগের অধীনে স্থাপিত হয় যা বর্তমানে রেডিও থাইল্যান্ড নামে পরিচিত। বর্তমানে এটিতে পাঁচটি এএম এবং ছয়টি এফএম রেডিও স্টেশন রয়েছে, সেইসাথে ওয়ার্ল্ড সার্ভিস, একটি বিদেশী ভাষার আন্তর্জাতিক শর্টওয়েভ রেডিও স্টেশন যা ২০ অক্টোবর ১৯৩৮ সালে এইচএসকে-৯ কলসাইন দিয়ে চালু হয়েছিল। স্টেশনটি আন্তর্জাতিক শ্রোতাদের জন্য ১০টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে, যেমন- থাই, ইংরেজি, চীনা, বার্মিজ, লাও, খেমার, মালয়, জার্মান, জাপানি এবং ভিয়েতনামী। রেডিও থাইল্যান্ড ওয়ার্ল্ড সার্ভিস উদোন থানির বান ডাং জেলায় ভয়েস অফ আমেরিকার রিলে ট্রান্সমিটার টাওয়ার ব্যবহার করে শর্টওয়েভ ব্যান্ডে সম্প্রচারিত হয়। রেডিও থাইল্যান্ড বিশ্বব্যাপী অগ্রগতির আলোকে সমন্বয় ও বিকাশ করছে এবং এর বিষয়বস্তু দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছে।

আলোচনা সভায় অতিথিরা বলেন, নিকট প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যোগাযোগ অনেক গভীর। বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য একটি প্রিয় দেশ থাইল্যান্ড। প্রতি বছর প্রায় লক্ষাধিক বাংলাদেশী থাইল্যান্ড ভ্রমণ করেন। উন্নত চিকিৎসার জন্যও হাজার মানুষ থাইল্যান্ডে যাতায়াত করেন। এছাড়া উভয় দেশের মধ্যে রয়েছে ব্যাপক ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগের সম্পর্ক। আমাদের এই ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের মধ্যে আরো গভীর, উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এবং বহুমুখী করা সম্ভব, যদি রেডিও থাইল্যান্ড থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা যায়।

শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সদস্য ইফতেখার মাহমুদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের চার্টার্ড প্রেসিডেন্ট মো. আব্দুল ওয়াদুদ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট অ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাকেরুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষক মো. আফজাল শিকদার, মোছা. শরুফা বেগম ও মো. শাহজাহান আহমদ, সদস্য মোছা. ফাতেমা বেগম ও মোছা. শিলন বেগম, অফিস সহায়ক মোছা. নুরজাহান বেগম, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সমীর রঞ্জন বিশ্বাস, তাহমিনা আক্তার মৌমি, তোফায়েল আহমদ সোয়েব, খাদিজাতুল কোবরা সিফা, রেশমা আক্তার রিয়া, অহনা আক্তার, রাদিয়া জান্নাত তালুকদার, জুঁই রানী দাস, আফসানা আক্তার মুন্নি, তাসফিয়া জান্নাত ইশা, আব্দুল্লাহ আল রিয়াদ ও নাদিয়া বেগম। আরো উপস্থিত ছিলেন, সাহেদুল ইসলাম, আবু কাউছার, বাবুল দাস, মো. বায়েজিদ, জয়দ্বীপ রায়, মোছা. বিউটি বেগম, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, রিচার্ড, মো. ইয়াসিন আলী প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com