রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওসমানীনগর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সিলেটের ওসমানীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারির সাবেক গভর্নর ও সিলেট মদন মোহন সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর।

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ সভাপতিত্বে ও প্রভাষক মো: ছাইদুল ইসলামের পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সু-চিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। তবুও ফ্যাসিবাদের দোসররা থামেনি দেশকে অস্থিতিশীল করতে একে পর এক ষড়যন্ত্র করছে। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনি ও ফ্যাসিবাদের দোসরদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু,ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাধারন সম্পাদক আনহার মিয়া,গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, কৃপাসিন্ধু দেব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মনিরুল ইসলাম সাকিব ও নেত্রী ফাইজা ইলমি মিম। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুন্নি বেগম ও গীতাপাঠ পাঠ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপমা দাশ মুক্তি। পরে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্টানের অতিথিবৃন্দরা। অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন অনুপমা দাশ মুক্তি ও লোক সংগীত পরিবেশন করেন চৈতি গোস্বামী।

Facebook Comments Box

Posted ১০:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com