বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু), সিলেট সদর লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, শাহপরান ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী ও যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, সাতক্ষীরার শামিম বিল্লাহ প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে দিদারুল ইকবাল বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। যদিও এটা আমাদের জন্য ব্যথার যে, আমরা সেদিন আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। কিন্তু এটাই আমাদের জন্য গর্বের এবং আনন্দের যে আমরা তাদের রক্তের বিনিময়ে আজ নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক হয়ে থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com