
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান বলেছেন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মজুমদারিস্থ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের বিভাগীয় কার্যালয়ে দুপুর ১২টায় বিভাগীয় সাধারণ সম্পাদক দিলোয়ার হেসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান। প্রধান বক্তা বিশিষ্ট লেখক গবেষক এ কে আজাদ খান। সুনামগঞ্জ জেলা গীতিকার পরিষদের সভাপতি মাসুক আহমদ তাহের, বিশিষ্ট রাজনিতীবিদ হুমায়ুন কবির মাসুক, কেন্দ্রীয় সহসভাপতি মো. আবুল কালাম, জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, জসিম উদ্দিন, হাওয়া বেগম, ফাতেমা জান্নাত, রিপন আহমদ, আব্দুস সামাদ, সুমন সরকার প্রমুখ।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed