বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল

অর্থ মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশিলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে রোববার (২ জুন) সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান, বিক্ষোভ মিছিল হয়েছে।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি নাকচ করায় ও বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ মিছিলে। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ সোলায়মান মিয়া বলেন মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ সচিবের মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান, বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলীর ঘুষ চাওয়ার তীব্র প্রতিবাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতি দমন কমিশন কে শক্তিশালী করার দাবি জানান, ২৪ ২৫ সালের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু অর্থ বরাদ্দ রাখার দাবি জানান কোটা সংস্কার করে হলে সংরক্ষণসহ কোটা ফেরত এর দাবি জানান কোটা সংরক্ষণ না থাকায় মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিরা লিখিত পরীক্ষায় পাশ করার পরও তাদের নেওয়া হচ্ছে না যা খুবই দুঃখজনক ।

আরো বক্তব্য রাখেন মহাসচিব জনাব মো:শফিকুল ইসলাম বাবু,ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, মোঃ জুয়েল মিয়া,যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান ফারুক ভূঁইয়া,আবু সুফিয়ান, মামুন হাওলাদার অন্যান্য কেন্দ্রীয়,মহানগরের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন ওমর শরীফ সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঢাকা মহানগর উত্তর, সার্বিক পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসেন সহ-সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,সেলিম নয়ন দপ্তর সম্পাদক উত্তর মহানগর, সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com