মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মধ্যে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মধ্যে শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহত্বের নিদর্শন। প্রতিবেশী দুস্থ অসহায় মানুষ আমাদের সমাজেরই অংশ তাদের সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের সদস্যরা প্রতিদিন ভোরে এই চা-বাগান এলাকায় জগিং করতে এসে প্রচন্ড শীতে কাছে থেকে তাদের দেখেছেন। মানবিক দৃষ্টিকোন থেকে তাদের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতা দেখালেন তা অত্যন্ত প্রশংসনীয়। শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আরো বলেন, ডা. মঈন উদ্দিন ছিলেন গরিবের জন্য একজন নিবেদিত প্রাণ চিকিৎসক। চিকিৎসাসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর স্মৃতি রক্ষার্থে ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

শনিবার (১৮ জানুয়ারি) শতাধিক অসহায়-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছর জনগণের উপর পাথর চেপে বসেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে মীর মুগ্ধসহ সব শহীদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত। বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা), মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ, মাওলানা ঈসা তালুকদার, আব্দুল মমিন, অলিউর রহমান. আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড. মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মো. আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড. মাসুদ রানা, ইমরান চৌধুরী, সয়েফ রব, আমিনুল ইসলাম, মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম, আহমদ হোসেন, জালাল আহমদ, মাসুক আহমদ, খলিলুর রহমান ফয়সল, লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ ও সিহাব চৌধুরী প্রমুখ।

এছাড়া ‘চলো হাঁটি: হেঁটে হেঁটে’ লালাখাল কর্মসূচিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন, ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা), মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।

Facebook Comments Box

Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com