অনলাইন ডেস্ক | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং একজন প্রবাসীর অর্থায়নে সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মদিনা মার্কেটে এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, মো. আল ইমরান, আমিনুর রশিদ, সাংবাদিক মাজহারুল ইসলাম সাদী, আব্দুস সামাদ প্রমুখ।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed