বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বার্ষিক রোটারি কনফারেন্স ২০২৫ : ৩০০টিরও বেশি রোটারি ক্লাবকে ৫টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   45 বার পঠিত

বার্ষিক রোটারি কনফারেন্স ২০২৫ : ৩০০টিরও বেশি রোটারি ক্লাবকে ৫টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান

গত ৬ মাসে সমাজের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দেশের ৩০০টিরও বেশি রোটারি ক্লাবকে ৫টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

আধ্যাত্মিক নগরী সিলেটের এম সি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৪-৬৫ এর বার্ষিক কনফারেন্স ২০২৫-এ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সর্বাধিক ৫টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড পেয়ে দেশ সেরা ক্লাবের সম্মান অর্জন করেছে রোটারী ক্লাব অব চিটাগং সাগরিকা। কমিউনিটি সার্ভিস প্রজেক্ট অ্যাওয়ার্ড সহ ২টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা ইস্ট। রোটারির নীতিমালা উন্নয়নে অসামান্য কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড হিসেবে সম্মাননা সনদ এবং সম্মেলনে সর্বোচ্চ নিবন্ধন নিশ্চিত করায় ক্রেস্ট লাভ করে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ। পরিবেশগত টেকসইতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ড হিসেবে সম্মাননা সনদ এবং সম্মেলনে সর্বোচ্চ নিবন্ধন নিশ্চিত করায় ক্রেস্ট পেয়েছে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার।

সম্মেলনের প্রধান অতিথি রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক এ জামান, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর এবং আয়োজক কমিটির চেয়ারম্যান রোটারি ক্লাব সিলেট নিউ সিটির সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহমদ চৌধুরী অ্যাওয়ার্ড অর্জনকারী ক্লাব প্রেসিডেন্টদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের প্রথম অংশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর স্পেশাল উপদেষ্টা পিডিজি আশিষ ঘোষ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর ও পিডিজি এ কে এম শামসুল হুদা, রোটারি ডিস্ট্রিক্ট ৬৪-৬৫ এর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান ও মো. মাহমুদুল হাসান তুহিন।

সারা দেশ থেকে ৩০০টিরও বেশি রোটারি ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গসহ প্রায় দুই হাজার মানুষ সম্মেলনে অংশ নিয়েছেন। এদের মধ্যে ছিলেন পিডিজি আব্দুল আহাদ, পিডিজি শামস শওকত, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, কনফারেন্স আয়োজক কমিটির মিডিয়া কানেকশন চেয়ারম্যান, রোটারি ক্লাব সিলেট নিউ সিটির সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট মো. ফিরোজ আলম (টিপু), পাস্ট প্রেসিডেন্ট ইদ্রিস আলী মোল্লা, সম্মানিত সদস্য উত্তম কুমার দাস, মো. মোস্তাফিজুর রহমান লিটন, ইমরান আহমেদ ও মিজানুর রহমান। রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান সিলেট সদর ইউনিটের উপদেষ্টা মোহাম্মদ কয়েস আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট মো. সিদ্দিকুর রহমান জুম্মন, চার্টার্ড প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আল মামুন পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মওদুদ আহমেদ, সেক্রেটারী রেজাউল করিম আবু সুফিয়ান, আইপিপি মোহাম্মদ ফখরুল ইসলাম, পিপি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- দক্ষিণ কোরিয়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরী, পিপি মোহাম্মদ কামরুল ইসলাম, পিপি মো. আবুল কালাম, পিপি মুহাম্মদ আবদুল্লাহ দাদুল, কোষাধ্যক্ষ মো. রেজাউল আজিজ সজিব, সম্মানিত সদস্য ইকবাল হুসাইন, মামুন আহমেদ, মো. মোহাম্মদ মুমিন, এ কে এম লুকমান, ওসমান, আবেদ আহমেদ, হুমায়ুন রাশেদ মমিন ও মো. মামুন রশিদ, গ্লোবাল টিভির চেয়ারম্যান রোটারিয়ান লুবনা আফরোজ প্রমুখ।

সম্মেলন শেষে লটারির মাধ্যমে ১০০টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল বিমান টিকেট।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com