বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেটে ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ থিঙ্ক ট্যাঙ্কের ওয়ার্কশপ অনুষ্ঠিত

কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   51 বার পঠিত

কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আমরা গত ১৭ বছর স্বৈরাচার হাসিনার ফ্যাসিজমের কবলে ছিলাম। এই ফ্যাসিজম প্রতিষ্ঠায় দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, ব্যাবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরে থাকা হাসিনার সুবিধাভোগী ও দোসররা কাজ করেছে। তাই বর্তমান বাস্তবতায় আমাদের কৌশল ও বুুদ্ধিভিত্তিকভাবে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই উদ্যোগের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই এবং আশা করি, জনবান্ধব রাজনীতির অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাকে জনগণের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে গত শনিবার সিলেট নগরীর বিজনেস সেন্টার-এ অনুষ্ঠিত প্রথম ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ নামে নতুন থিঙ্ক ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি বিএনপির জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত পেশাদার, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল ও গতিশীল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম বলেন, এই থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য হলো আইন, অর্থনীতি, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে বিএনপির নীতিনির্ধারণ, গণমাধ্যমে প্রভাব বিস্তার ও শাসন ক্ষমতার প্রস্তুতি শক্তিশালী করা। পাশাপাশি, সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ, গবেষণা ও কৌশল প্রণয়নের মাধ্যমে দলের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ, রাজনীতি ও অর্থনীতি সংক্রান্ত গবেষণা ও কর্মশালার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com