রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাবের সহযোগিতায় ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫’

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাবের সহযোগিতায় ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫’

‘শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এ শ্লোগানকে সামনে রেখে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহযোগিতায় ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫’ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে সিলেট নগরের শাহপরান, বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫’ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের উপদেষ্টা আব্দুস সামাদ, সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী (সানি), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, লিমন আহমেদ চৌধুরী, টিপু চৌধুরী, ফারহাজ নুরুল চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ভিটামিন-এ ক্যাপসুলের উপকারিতা হচ্ছে- (১) শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, (২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে, (৩) শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে, (৪) ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায় এবং (৫) ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com