
অনলাইন ডেস্ক | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে তালুকদার ফাউন্ডেশন, সিলেট।
মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজার বিকেল ৪টায় সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ডের শাহপরান শান্তিবাগ আবাসিক এলাকায় অবস্থিত তালুকদার বাড়ীর সন্মুখে ঐতিহাসিক বদর দিবস নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট গোলাপগঞ্জ ফুলবাড়ি আজিরিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শাহপরান পূর্ব থানার উপদেষ্টা শামিম আহমদ, সিলেট বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া চারখাই এর প্রিন্সিপাল মাওলানা আলিম উদ্দিন, শাহপরান শান্তিবাগ আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল-হাসান, শাহপরান সিরাজনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়সাল আহমদ আকবরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শাহপরান পূর্ব থানার সভাপতি মো. আব্দুল জলিল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় অন্যান্যের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী ও সদস্য জুনেদ আহমেদ, এলাকার বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বদর দিবসের আলোচনায় প্রধান অতিথি বলেন, ৬২৪ খ্রিষ্টাব্দে দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনার উপকন্ঠে সংঘটিত ঐতিহাসিক বদর যুদ্ধ মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। ইসলাম ও মুসলমানদের ইতিহাসে বদর যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা। সেদিন বদরের প্রান্তরে সত্য ও অসত্য, ইমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক নতুন ইতিহাস রচিত হয়েছে। যে যুদ্ধে মহান আল্লাহর রহমতে সর্বাত্মকভাবে জয়ী হয় প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:)-এর নেতৃত্বে মুসলমানরা। এই অসম যুদ্ধে হাজারো কাফের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে বীরদর্পে লড়াই করে সেদিন বিজয় অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ইসলামের ইতিহাসে এটিই ছিলো প্রথম প্রধান যুদ্ধ। মহান আল্লাহর পক্ষ থেকেও বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের সুসংবাদ ধ্বনিত হয়েছে। কোরআন মজিদের সূরা আনফালের ৪১নং আয়াতে আল্লাহপাক বলেন, ‘ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়াআনতুম আজিল্লাতুন ফাততাকুল্লাহা লায়াল্লকুম তাশকুরুন।’ অর্থাৎ ‘আর আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, অথচ (সে সময়) তোমরা ছিলে প্রায় সরঞ্জামহীন। সুতরাং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।’ সেই থেকে আজ পর্যন্ত এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে ‘বদরযুদ্ধ’।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
Posted ১১:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed