বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুর -১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

গাজীপুর -১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর -১ আসনে কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানার নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের কর্মপরিকল্পনার বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) সকালে ধানের শীষের প্রার্থীর ট্রাক স্ট্যান্ড এলাকায় প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের জনকল্যাণমূলক কর্মপরিকল্পনার বিষয়ে লিখিত বক্তব্য পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর-১ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান। বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান ২৬ টি জনকল্যাণমূলক কর্মপরিকল্পনার  বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার জন্য নির্বাচনের দিন ভোর বেলায় উপজেলা সদর  থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যালট পেপার পৌছানোর জন্য নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানান। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com