বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আর্থিক সংকটে এক বছর ধরে বন্ধ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় : ইউএনওর উদ্যোগে চালু

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

আর্থিক সংকটে এক বছর ধরে বন্ধ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় : ইউএনওর উদ্যোগে চালু

সিলেটের গোয়াইনঘাটে আর্থিক সংকটে পড়ে দীর্ঘ এক বছর ধরে পাঠদান বন্ধ হওয়া পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউএনও উদ্যোগে পুনরায় চালু করা হয়েছে।বন্ধ হওয়া ওই বিদ্যালয় পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষার্থী ও পাতনি গ্রামবাসী।

রোববার (২৫ জানুয়ারি ) বেলা ২ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির অনুষ্ঠিত সভায় পুনরায় চালু করার উদ্দ্যেগ নেওয়ায়(ইউএনও)র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।এদিকে বিদ্যালয়ে পাঠদান চালুর বিশেষ অবদান রয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক করিম মাহমুদ লিমন।

জানা গেছে,গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তুমপুর ইউনিয়নের পাতনি গ্রামে প্রাথমিক শিক্ষার মান বেগবান করার লক্ষ্যে এনজিও সংস্থা (ভার্ড) কর্তৃক ২০০৬ সালে পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়।এর পর থেকে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও গত এক বছর পূর্বে আর্থিক সংকটে পড়ে পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিজুল ইসলাম বলেন,ইউএনও রতন কুমার অধিকারী কিছুদিন পূর্বে গাড়ি যোগে বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার পথে বিদ্যালয় বন্ধ দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে বিদ্যালয়ে আসেন।পরে ১ নং রুস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউএনও অফিসে বৈঠক করেন ও বিদ্যালয়টি পুনরায় পাঠদান চালুর উদ্যোগ নেওয়া হয়।তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রতন কুমার অধিকারীর উদ্যোগে ও ১ নং রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করে বিদ্যালয়ে আবারও পাঠদান চালু করার ব্যবস্থা করা হয়েছে।বর্তমানে বিদ্যালয়ে ৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে।এছাড়াও বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে ১২০ জন ছাত্র /ছাত্রী ভর্তি হয়েছে।

পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম বলেন, বিদ্যালয়টি ২০০৬ সালে স্থাপিত হয় ও পাঠদান চালু হওয়ার পর থেকে অন্যান্য স্কুলের তুলনায় ভালো ফলাফল করে আসছিল। আর্থিক সংকট পড়ে গত ১ বছর ধরে কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।তিনি আরও বলেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী স্যারের উদ্যোগে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় আবারও নতুন করে পাঠদান চালু করা হয়েছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ৫ জন শিক্ষক শিক্ষিকা সহ ১২০ জন ছাত্র/ ছাত্রী রয়েছে।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো. নুর উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল মনাফ, বিদ্যালয় পরিচালনা কিমটির সহ সভাপতি ও ১ নং রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এমএ মালেক।বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ ফরিজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, রুস্তুমপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো. মখতছির আলী, সহকারী শিক্ষক আব্দুর রহিম, ১ নং রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদের সাধারন সম্পাদক ছিদ্দেক আলী ১নং রুস্তুমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন আব্দুল কাদির, হারুনুর রশিদ,সেলিম আহমদ সহ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

Facebook Comments Box

Posted ৮:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com