বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

গোয়াইনঘাটে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে।ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, শাহ আলম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই তিন উপজেলার সব সমস্যা সমাধান করতে হলে আমাকে প্রথমে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।

মত বিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com