গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছিল নকল সন্দেশ। দুর্ঘন্ধযুক্ত মিষ্টির রস দীর্ঘদিন ধরে পচিয়ে তৈরি হতো এমন অস্বাস্থ্যকর খাবার। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা বিএসটিআই অধিদপ্তর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন শ্রিফলতলী এলাকায় নামবিহীন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করে কালিয়াকৈর উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শ্রীফলতলী এলাকায় শাহিন নামে এক ব্যক্তি নামবিহীন এই কারখানায় দুর্গন্ধযুক্ত নোংরা মিষ্টি ও রস ব্যবহার করে নকল সন্দেশ তৈরি করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সরেজমিনে এসে এখানে নকল সন্দেশ তৈরির ২৫ ড্রাম ভেজাল উপাদানসহ কার্টুন ও প্যাকেটজাত নকল পণ্য জব্দ করে সেগুলো বিনষ্ট করে দেয়া হয়েছে। এছাড়াও কারখানার মালিক শাহিনকে ২০ হাজার টাকা জরিমানা করে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ. এম ফখরুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকল সন্দেশ তৈরীর কারখানা বন্ধ করা হয়েছে। ভেজাল পণ্য তৈরির যে কারখানাগুলো কালিয়াকৈরে রয়েছে আমরা সবগুলোই নজরে রাখছি, সবখানেই কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।