



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ আলম হোসেন, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো.শরিফ উদ্দিন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, এম ফখরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানের বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, মানজুর রহমান, সাব্বির হোসেন, আব্দুল হাকিম প্রমুখ।


Posted ৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


