সোমবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৮০-৮১ ব্যাচের পুনর্মীলন-২০২৫ সম্পন্ন হয়েছে

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   22 বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৮০-৮১ ব্যাচের পুনর্মীলন-২০২৫ সম্পন্ন হয়েছে

উৎসবমুখর পরিবেশে ১৯৬১ সালের ১৮ আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে বাকৃবি) এর ১৯৮০-৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গাজীপুরের দক্ষিণ সালনায় অবস্থিত বকুলকুঞ্জে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় ৮০-৮১ ব্যাচের বিভিন্ন অনুষদের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন বকুলকুঞ্জে এবং দিনব্যাপি আনন্দ উল্লাসে মেতে উঠেন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’ পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বাকৃবি’র ১৯৮০-৮১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পরিচিতি পর্বে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের অতীতের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ ব্যক্ত করেন। “দীর্ঘদিন পর আবারও ক্যাম্পাসের পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে বছরে একদিন ক্যাম্পাসের সেই পুরনো বন্ধুদের সঙ্গে গল্পগুজব, আড্ডা সত্যিই ভুলার মতো নয়। তাদের সাথে সাক্ষাৎ ও অভিজ্ঞতা বিনিময় এক অন্যরকম অনুভূতি। এই পুনর্মিলনী আমাকে দারুণভাবে আপ্লূত করেছে।” কথাগুলো বলছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে আখতারুজ্জামান বলেন, আমরা যারা ১৯৮০-৮১ সেশনে বিভিন্ন অনুষদে ভর্তি হয়েছিলাম তাদের সবার বয়স অনেক আগেই ছয় দশক পার হয়েছে। অনেক বন্ধু ও বান্ধবীদের সাথে দেখা হলো চার দশকেরও অধিক সময় পরে। কত্তো কত্তো স্মৃতিচারণ! আবগে অনুভূতি উচ্ছ্বাস যেনো শেষ হতে চাইছে না। বনভোজনের নামে এবারের ভোজনটা হলো একেবারেই বন বনানী ও কুঞ্জলতায় ঘেরা বন্ধুবর ড. মির শাহ আলমের পারিবারিক রিসোর্ট বকুল কুঞ্জে। কুঞ্জবনে বুড়োবুড়িদের বনভোজনটা এবার বেশ মজাদারই হলো।

বকুলকুঞ্জে আয়োজিত বাকৃবি’র ১৯৮০-৮১ ব্যাচের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানের অতিথি অভ্যর্থনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মো. সোলাইমান হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, শরিয়তপুরের সদস্য মো. সাইদুর রহমান শাফিন। প্যান্ডেল ডেকোরেশনে মো. আশরাফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, টুইট এলিভেটর লিমিটেড। সকল অতিথিদের সকালে ও বিকেলে শীতের পিঠা ও দুপুরের আপ্যায়ন ব্যবস্থাপনা ও অন্যান্য সহযোগিতায়, ভাওয়াল পোলট্রি ফিড এন্ড মেডিসিনের স্বত্বাধিকারী আব্দুস সামাদ সরকার। কফি আপ্যায়নে মো. ফিরোজ আলম টিপু, ইনচার্জ, জীবন বীমা কর্পোরেশন, মতিঝিল ও সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ইউনিট। মিনারেল ওয়াটার ও কোমল পানীয় ব্যবস্থাপনায় মো. মাহবুবুল হক জামিল, ব্যবস্থাপনা পরিচালক, সো লাক সাপ্লায়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। উপহার সামগ্রী সরবরাহে এসিআই লিমিটেড। সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি ও তথ্য অফিস, গাজীপুর এবং অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা সহযোগিতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সাবেক সচিব মো. রেজাউল আহসান মডেল ও মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোশারফ হোসেন ও আফজাল হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন, সাবেক ডিআইজি মো. শামসুদ্দিন, রফিক (সাবেক অতি: আইজিপি), সাবেক মহাপরিচালক (বিএআরআই) মো. নাজির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ, সাবেক ডিজি (এনএটিএ) মো. আখতারুজ্জামান, প্রশাসন ক্যাডারের উর্ধতন কর্মকর্তা ড. আবুল হোসেন, সাবেক যুগ্মসচিব মো. আফজল হোসেন, সাবেক অতিরিক্ত পরিচালক (ডিএই) মোয়াজ্জেম ও মো. আ. মান্নান, শামসুন্নাহার, সাবেক পরিচালক মৃত্তিকা গবেষনা ইন্সস্টিউট, আনোয়ারা হাসি, পরিচালক ডিএই, জলিলুর রহমান দুলাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান স্বপনসহ প্রায় দুইশতাধিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ নানা ধরনের খেলাধুলায় অংশ নেন। স্পোর্টস ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ সকল অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box

Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com