বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা দায়ের, আসামি ৭৫

জগন্নাথপুর প্রতিনিধি   |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা দায়ের, আসামি ৭৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইকবাল হোসেনের পক্ষের মোহাম্মদ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরআগে ১২ মার্চ আনা মিয়া পক্ষের বিজয় আহমদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তবে দু’টি মামলা দায়ের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে মসজিদের জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আনা মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেনের লোকজনের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর ১৬ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে।

Facebook Comments Box

Posted ১২:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com