বিশ্বনাথ প্রতিনিধি | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 552 বার পঠিত
বিশ্বনাথে কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকে’র মেগা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মার্চ) কবির মিয়া মাস্টারের গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের একাভীম গহরপুর থেকে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত ৫০ জন রোগীকে সকল ধরনের সুবিধা দিয়ে ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। যুক্তরাজ্যভিত্তিক শেফ অনলাইনের মাধ্যমে যুক্তরাজ্যের সুনামধন্য ও বিশেষজ্ঞ ৫৩ জন ডাক্তার দ্বারা তাদের চিকিৎসা প্রদান শেষে পরীক্ষা নিরীক্ষার পর ঔষধ প্রদান করে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
রোগীদের যাতায়াত খরচসহ অন্যান্য সুবিধাগুলো স্পন্সর করেছেন কবির মিয়া মাস্টারের ছেলে বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মহি উদ্দিন পলাশ।
এ বিষয়ে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, কবির মিয়া একজন শিক্ষাবিদ ছিলেন। যার সুনাম ও পরিচিতি সর্বত্র ছড়িয়ে আছে। কবির মিয়ার স্মৃতি ধরে রাখতে কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকে গঠন করে এলাকার মানুষের জন্য কাজ করছেন তারা। এতে মানুষ উপকৃত হচ্ছে। মহি উদ্দিন পলাশ তার বাবার স্মৃতি ধরে রাখতে এলাকার মানুষের সাথে সব সময় সুসম্পর্ক রাখেন। এ ক্যাম্পের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed