বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   35 বার পঠিত

শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়জ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সাইদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মিঠুন চক্রবর্তী, হরিপদ সহ প্রমূখ।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সাইদুল ইসলাম’র পরিচালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনিবারক বিষয়ে বিভিন্ন কৌশলের মহড়া দেন।

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com