বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   25 বার পঠিত

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে উভয় পক্ষের ৬/৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সূত্র জানায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন। এ নিয়ে মঙ্গলবার বিকালে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। তর্কাতর্কির এই ঘটনায় মাথাচাড়া দিয়ে উঠে পূর্বের বিরোধ। সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করেন। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com