
শান্তিগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 31 বার পঠিত
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শন করেছেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও সংস্কার মনিটরিং কমিটির সদস্যরা।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বৃহৎ দেখার হাওরের ৮টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন কমিটির সদস্যরা। এ সময় প্রকল্পের কাজ ১০ মার্চের মধ্যে শতভাগ সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটির সভাপতি ও সদস্যদের তাগিদ দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. মমিন মিয়া সহ প্রমূখ।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, আমরা দেখার হাওড়ের ৮টি বাঁধ পরিদর্শন করেছি। সব গুলো কাজের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। কিছু কিছু প্রকল্পে মাটির লেভেল ঠিক নাই, সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য পিআইসিকে বলেছি। আমাদের উপজেলায় এ পর্যন্ত খুব ভালো কাজ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওড়ে ৬৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত গড়ে আমাদের উপজেলার মোট ৯৫ভাগ কাজ সম্পন্ন হয়েগেছে। আগামী ১০ মার্চের মধ্যেই সবগুলো কাজ সম্পন্ন করতে আমরা প্রকল্প গুলো পরিদর্শন ও মনিটরিং অব্যাহত রেখেছি।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed