
শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শান্তিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় পাগলা বাজারের জামাল উদ্দিনের ব্রয়লার দোকানসহ নিত্যপণ্যের ৪টি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আক্তাপাড়া মিনাবাজারের ভাই ভাই রেস্টুরেন্টকে আরো দুই হাজার টাকাসহ মোট সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনের মত আজ পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে মূল্য তালিকা না সাঁটানোয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পুরো রমজান মাস অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed