বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   41 বার পঠিত

শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময়

শান্তিগঞ্জ উপজেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সম্মানিত সাংবাদিকগণের সাথে- সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনিত প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি- এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে উজেলা জামাতের আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মামুন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৩ আসনে সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আপনাদের সাথে পরিচয় হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে সমাজের উন্নয়নে কাজ করতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকার দেশকে ধবংস করে দিয়ে গেছে। আমাদের নেতা কর্মীরা কারাবরণ করেছেন। আমার বিরুদ্ধে ৩৬ টি মামলা হয়েছিল,জেলও কাটতে হয়েছে আমার। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোন সভা করতে পারিনি,তবে আমাদের দলীয় কার্যক্রম থেমে থাকেনি। এ জন্য বাংলাদেশ জামাতে ইসলাম আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে করতে চায়। আমাদের জামাতে ইসলামীর নেতা কর্মীরা থানার দালালী,চাদাবাজী, টেন্ডারবাজী, করেনা। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা সাংবাদিক,সমাজ পরিবর্তনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারী দিলোয়ার হোসেন, দিরাই উপজেলা জামাতের সেক্রেটারী মো.আল আমীন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সজিব আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আফসার আহমদ। এ সময় উস্থিত ছিলেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কাজী মো.নুরুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মো. তাজুল ইসলাম, পূর্ববীরগাঁও ইউনিয়ন জামাতের সহ সভাপতি দিলোয়ার হোসেন, দর্গাপাশা ইউনিয়নের উলামা মাশায়েখ সেক্রেটারী হাফিজ এনামুল হক প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com