
শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম আমেরিকা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতী আজির উদ্দীন’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আকাবিরে আসলাফের সংগঠন জমিয়তে ইসলাম। আমাদের সুনামগঞ্জ-৩ আসন উলামায়ে কেরামের উর্বর জায়গা। এখানে বিগত দিনে উন্নয়ন করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবং অতীতে জমিয়তের সংসদ সদস্য যিনি ছিলেন তিনিও উন্নয়ন করেছেন এই এলাকায়। আর জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে সুনামগঞ্জ-৩ আসনে মনোনিত করলে আপনাদের সহযোগিতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে আপনাদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ২টায় শান্তিগঞ্জ বাজারে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ’র সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি ক্বারী সিরাজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান আলী, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম সহ প্রমূখ।
Posted ১০:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed