বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিনকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের অভিনন্দন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিনকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের অভিনন্দন

ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন নবম বিসিএস (তথ্য) ক্যাডারের সদস্য মো. ছালাহ্ উদ্দিন। বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক হিসেবে গত রবিবার (২৭ অক্টোবর, ২০২৪) দায়িত্বভার গ্রহণ করায় মো. ছালাহ্ উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা করেন মো. ছালাহ্ উদ্দিন তার কর্মকালীন সময়ে তিনি বেতার, শ্রোতা ও শ্রোতাক্লাবের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে বেতার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং বেতারকে একটি উন্নত ও শ্রোতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করবেন। মো. ছালাহ্ উদ্দিন ১৯৯১ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) হিসেবে বাংলাদেশ বেতারে দায়িত্বরত ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতার খুলনা, রাজশাহী, ঠাকুরগাঁও, রাঙামাটি, বরিশাল কেন্দ্রসহ বাংলাদেশ বেতার সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। মো. ছালাহ্ উদ্দিন ১৯৬৫ সালে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. ইদ্রিস ও মাতা মরহুমা মাছুমা খানম আমিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর হতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বুনিয়াদি প্রশিক্ষণ, ট্রেইনিং ইন বাজেট এন্ড একাউন্ট সিস্টেম এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ সন্তানের পিতা এবং তাঁর স্ত্রী ফখরুন নেছা খানম একজন গৃহবধু।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com