![ajkersangbad24.com](https://ajkersangbad24.com/wp-content/themes/theme_america_01915344418/images/main_logo.png)
অনলাইন ডেস্ক | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার মঈন আলী ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি দিয়েছে। গত সোমবার এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ ও একটি অ্যাশেজজয়ী ৩৭ বছর বয়সী মঈনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যায় বিশ্বদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’
Posted ৯:২৯ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed