মঙ্গলবার ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
৫০০ বছর পুরনো শিলালিপিতে শাহজালাল (র.)

৭০৬তম ওরস শুরু রবিবার: গান বাজনা হচ্ছে না

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

৭০৬তম ওরস শুরু রবিবার: গান বাজনা হচ্ছে না

হযরত শাহজালাল (রহ.) এর ৭০৬তম ওরস শুরু হবে রবিবার। এবার গান বাজনা হচ্ছে না।

প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (র.) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। চড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করবে শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ।

শানে বিভিন্ন গান ও গজল গেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মাজারে আসছেন ভক্ত-আশেকানরা। অসংখ্য অনুরাগীরা শামিয়ানা টাঙিয়ে দলে দলে জড়ো হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগোষ্ঠীরাও ভক্ত।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন।

৭০০ বছর আগে ওলিকুল শিরোমণি হযরত শাহজালালের (র.) সিলেটে আগমন নিয়ে নানা রকমের তথ্য থাকলেও এবার পাওয়া গেল ৫০০ বছর পুরনো শিলালিপি, যার প্রতিলিপি শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন মাসিক শাহজালাল ম্যাগাজিনের সম্পাদক রুহুল ফারুক জালালী শাজলী।

শিলালিপিটি ১৫০৩ খ্রিষ্ট্রাব্দে লিখেন তৎকালীন নবাব সুলতান শামস্ আল দ্বীন ফিরোজ, যা বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহজালাল (র.) মাজার সংলগ্ন একটি হোটেলে খাদেম সামুন মাহমুদ খানের কাছে হস্তান্তর করা হয়।

খাদেম জানিয়েছেন, এই শিলালিপিটির মাধ্যমে এখন থেকে শাহজালালের (র.) সিলেট আগমনের সঠিক ইতিহাস জানবে মানুষজন। তাই এটি মাজারে মোতায়াল্লির অফিসে সংরক্ষণ করা হবে।

কথিত আছে, হযরত শাহজালাল (র.) ১২৭১ সালের ২৫ মে ইয়েমেন জন্মগ্রহণ করেন।

ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও আধ্যাত্মিক সাধনার জন্য তিনি তুরস্ক, মক্কা, মদিনা এবং ইরাকের বিভিন্ন পবিত্র স্থান ভ্রমণ করেছিলেন।

ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিক সাধনা লাভের পর তিনি মাত্র ৩২ বছর বয়সে ১৩০৩ সালে সিলেট অঞ্চল বিজয় করে ইসলাম প্রচার করেন।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com