মঙ্গলবার ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে : মাওলানা ইউসুফ আশরাফ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   215 বার পঠিত

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে : মাওলানা ইউসুফ আশরাফ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ বলছেন ২০১৩ সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক মুসলিম জনতার উপর নারকীয় গণহত্যা ২১ শের মোদি বিরোধী আন্দোলন ও ২০২৪ শের জুলাই বিপ্লবের বীর শহীদদের বিচার নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, জগন্নাথপুর-শান্তিগন্জ ইসলামি রাজনীতির উর্বর ভূমি। আগামী জাতীয় নির্বাচনে এ আসেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তীর্ণমূল পর্যায়ে সংগঠনের কাজকে বেগবান করতে হবে।

তিনি শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনের ১৫৩টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আজির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক্ব মুসা, মাদীনাতুল খায়রী আল ইসলামির চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সাবেক জেলা সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, জেলা সেক্রেটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, সহ সংগঠনিক সম্পাদক হা.মাওলানা এনামুল হক্ব, বায়তুলমাল সম্পাদক মাওলানা হাফিজ সৈয়দ ফেদাউল হক্ব, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা শামসুল হক, মাওলানা উমর ফারুক, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হা. মঈনুল বিন জামান, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর সেক্রেটারী মাওলানা নুরুল হক্ব, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান,মাওলানা সুহেল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ,সহ সংগঠনিক সম্পাদক মাওলানা হা.মাহফুজুল আলম শামরান, শান্তিগঞ্জ উপজেলা সহ সধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, ওয়ার্ড প্রতিনিধিদের মধ্যে বক্তব্যে রাখেন মাওলানা ডা.ওয়ালিউল্লাহ, মাওলানা সৈয়দ শামীম আহমদ মাওলানা শরীফ আহমদ কামালী, মাওলানা হা.আমির আলী, হা.মাওলানা জাহাঙ্গীর বিন হারুন, মুহা. আব্দুর রাকিব কামালী, দিলওয়ার হুসাইন, বদরুল আলম, মাওলানা আতাউর রহমান হানিফ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নাঈম আহমদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাদীনাতুল খায়রী আল ইসলামির চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুরের কৃতি সন্তান মাওলানা শায়খ ফয়েজ আহমদ বলেন আমি আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী হবনা, আমি ঘোষণা করছি, এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট নির্বাচন করবেন। তাঁর জন্য আমরা সবাই মিলে মিশে জয়ী করার জন্য এক সাথে কাজ করব ইনশা আল্লাহ। দীর্ঘদিন যাবত দলের বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব।

Facebook Comments Box

Posted ৭:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com