
অনলাইন ডেস্ক | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
সিলেট সিটির ৭নং ওয়ার্ড সংলগ্ন চিতল মাটি এলাকায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে শহীদ ডা. মইন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর ব্যবস্থাপনায় দুটি পরিবারের মধ্যে আলাদা আলাদা নলকূপ স্থাপন করে দেয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে নিয়মিত জগিং শেষে সবার উপস্থিতিতে টিউবওয়েল দুটির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
উপস্থিত ছিলেন মো. আব্দুল জব্বার, প্রবাসী মাসুক মিয়া, মহিবুর রহমান, ফখরুল ইসলাম, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবুল কালাম, আব্দুল মালেক, অ্যাডভোকেট কামাল আহমদ, প্রফেসর মাসুদ মিয়া, ডা. রহমান, ডা. মমিন ডা. মাসুদ রানা, অলিউর রহমান, অ্যাডভোকেট রানা, আলকাছ মিয়া, মোহাম্মদ ফখরুজ্জামান, আব্দুল হান্নান, আখতারুজ্জামান বাবলা, নজরুল ইসলাম, ফয়সাল আহমদ, লিয়াকত মিয়া, ওমর আলী, খাইরুল ইসলাম, ইসা তালুকদার, আলমগীর হোসেন, রহিম প্রমুখ।
Posted ১১:০৪ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed