



সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 135 বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দলের অস্থায়ী কার্যালয়ে শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র সভাপতিত্বে, সাধারণ সম্পদক মাওলানা আজির উদ্দীন’র পরিচালনায় মাসিক বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সভাপতি হাফিজ মাওলানা নাজুলুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান,বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক, দপ্তর সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সহ সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আহমদ,নির্বাহী সদস্য মাওলানা আবুল হাসনাত, হাফিজ জুনাইদ কবির, বেলাল আহমদ সহ প্রমূখ।
দলের মাসিক নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দরা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী সমজোতা গত বৃহস্পতিবার রাত ৮টায় সাংবাদিক সম্মেলনে দেখেছি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি আসন দেয়া হয়েছে, এর মধ্যে সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নামও রয়েছে। ওই দিন রাতেই কিছু ফেসবুক ওয়ালে দেখলাম সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ১১দলীয় প্রার্থীদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের দাবী আমীরে জামাত ডা. শফিকুর রহমান ও আমীরে মজলিস আল্লামা মামুনুল হক সহ শীর্ষ নেতৃবৃন্দ বিবেচনায় সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ১১দলীয় নির্বাচনী সমজোতার একক প্রার্থী হিসাবে দেখতে চাই।

Posted ৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


