
অনলাইন ডেস্ক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 43 বার পঠিত
ফাইল ছবি
কানাডার প্রাদেশিক নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে স্কারবোরো সাউথওয়েস্টের এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এতে মৌলভীবাজার জেলায় তার নিজ গ্রামে বইছে খুশির জোয়ার।
নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম বলেন, এই জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, যারা পুরো নির্বাচনজুড়ে এই কঠিন লড়াই জয় করতে পাশে ছিলেন।
কানাডার প্রাদেশিক নির্বাচনে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশের ডলি বেগম। অন্টারিওর ৪৪তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপির প্রার্থীতায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য (মেম্বার অব প্রভেন্সিয়াল পার্লামেন্ট) নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই রাজনীতিবিদ।
ডলি ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্র্যাট।
রাজনীতিতে আসার আগে, ডলি প্রদেশব্যাপী কিপ হাইড্রো পাবলিক প্রচারণার প্রধান সমন্বয়কারী ছিলেন যা সফলভাবে টরন্টো হাইড্রো এবং ওয়াসাগা ডিস্ট্রিবিউশনের বেসরকারিকরণ বন্ধ করে দেয়। তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের প্রাক্তন কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার, যেখানে তিনি স্কারবোরোর মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি আন্তরিকতাই ডলি বেগমের এই সাফল্যে এনে দিয়েছে বলে জানিয়েছেন টরোন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকদের সমস্যা, বাংলাদেশি কমিউনিটির সমস্যা এবং জনস্বার্থ নিয়ে কাজ করার মতো বিভিন্ন পদক্ষেপে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন।
ডলি বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনূমূখ ইউনিয়নের সন্তান। তিনি পরিবারের সঙ্গে শিশু বয়সে কানাডায় অভিবাসী হন এবং স্কারবরোতে স্থায়ী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি অফ টরন্টো) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ডলি বেগমের সাফল্যের ব্যাপারে তার চাচা এবং মনুমুখ ইউনয়নের ওয়াপদা বোর্ড’র পরিচালক মো. মসিদুর আহমদ বলেন, ডলি বেগম আমার মেঝো ভাইয়ের বড় মেয়ে। সে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছে। তার এই অবিশ্বাস্য সাফল্যে আমরা গর্বিত। আমাদের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষের মাঝেও বইছে আনন্দের জোয়ার। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
Posted ১১:০৪ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed