অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 97 বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ থেকে ৫০ শতাংশই জেএন.১ উপধরনে আক্রান্ত হচ্ছেন। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে এই দাবি করেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সিডিসির পক্ষ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের সম্ভাব্য এ চিত্রের কথা জানানো হয়েছে। এর আগে ৮ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের প্রবণতার ভিত্তিতে সিডিসির পক্ষ থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ব্যক্তিদের ১৫ থেকে ২৯ শতাংশের জন্য দায়ী হবে জেএন.১ উপধরন। তবে শুক্রবার সিডিসি বলেছে, করোনা ভাইরাসের জেএন.১ উপধরনে আক্রান্তের হার ক্রমে বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখন করোনার যতগুলো ধরনে মানুষ আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে এ ধরন সবচেয়ে বেশি ছড়িয়েছে।
সিডিসি মনে করে, যে হারে উপধরনটি ছড়াচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে, এটি অপেক্ষাকৃত বেশি সংক্রামক নয়তো অন্য ধরনগুলোর তুলনায় এটি রোগ প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) ভেদ করতে বেশি পারদর্শী।
সিডিসি বলেছে, জেএন.১-এর কারণে সংক্রমিত হওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়বে কি না কিংবা কতটা বাড়তে পারে, তা বলার সময় এখনও আসেনি।
Posted ৯:১২ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed