অনলাইন ডেস্ক | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 103 বার পঠিত
এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে ইন্দোনেশিয়া। অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েল যে নীতি প্রয়োগ করে তার বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে এই মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল।
এবার একই পথে হাঁটল ইন্দোনেশিয়া। বেশ কয়েকদিন ধরেই আইনি বিশেষজ্ঞদের দল গঠন করছিল দেশটি। স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে করা এই মামলা ফিলিস্তিনের সমর্থন যোগাবে বলে বিশ্বাস করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed