অনলাইন ডেস্ক | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 173 বার পঠিত
ফিলিপাইনে শনিবার (২ ডিসেম্বর) শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মিন্দানাওয়ে আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। খরব রয়টার্স।
ইএমএসসি বলছে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩ কিলোমিটার। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
গত মাসে দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ৮ জন নিহত হয়েছিল। তবে শনিবারের ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে এদিন সকাল ৯টা ৩৬ মিনিটে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে বিভিন্ন ভবনে ফাটল এবং আতঙ্কে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইএমএসসি ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
Posted ৪:৩১ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed