
শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শাহান উদ্দিন নামের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় উপজেলার নোয়াখালী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাহান উদ্দিন উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া গ্রামের সাজিদুর রহমানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই উপজেলায় অপারেশন ডেভিল হান্ট-এ এই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো নেতা বা কর্মী গ্রেফতার হয়েছেন।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed