
শান্তিগঞ্জ প্রতিনিধি | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 349 বার পঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট পরিচালনা করে পাথারিয় ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নুর আলম (৪২) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর আলম উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের আব্দুল ওয়াহাব এর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করেছি।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed