
বিশ্বনাথ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 166 বার পঠিত
ফাইল ছবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে গেল ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেদিন বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটের বিশ্বনাথ থানা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দীর্ঘ ৬ মাস পরে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী থানা ভাংচুর মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশ বাদী হয়ে আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-(৩)। মামললার এজাহারে বাদী উল্লেখ করেন, ওইদিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় অনাধিকার প্রবেশ করে তান্ডব চালায়।
এসময় দুষ্কৃতকারীরা থানার ৩টি গাড়ি ভাংচুর করে ও পুলিশের ব্যাক্তিগত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।
এছাড়াও পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, ১টি শর্টগান, ৫০ রাউন্ড গুলি, ল্যাপটপ.প্রিন্টারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৮৭ লাখ টাকায় ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে এজাহারে বলা হয়।
বর্ণিত ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা, থানার কম্পিউটার ও ইন্টানেট সংযোগ না থাকায় এবং দৃষ্কৃতকারীদের কর্তৃক অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মালামাল হিসাব করে ও ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অনুমতি সাপেক্ষে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মিয়া বলেন, ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে শনাক্তের মাধ্যমে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed